news

ক্রেডিট ইউনিয়নের জনক ফেডরিক উইলহেম রাফাইসেন

Year: 2012
Month: March
Price: 60.00

জনগণের আর্থ-সামাজিক সমস্যার প্রতিকার ও উন্নয়নের মূলমন্ত্র হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সমবায়ের যেসব নীতিমালা অনুসৃত হয়েছে আসছে, সেগুলো সর্বপ্রথম উদ্ভাবিত হয় ইংল্যান্ডের রচডেল সমতাবাদী সমবায় সমিতিতে। সমবায় আন্দোলনের পাশাপাশি সমবায়ের অঙ্গ হিসেবে ক্রেডিট ইউনিয়ন আন্দোলন প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রায় শুরু থেকে ছিল। ইংল্যান্ডে সমবায়ের সাফল্য জার্মানির একটি শহরের মেয়র ফ্রেডরিক উইলহেম রাফাইসেনেকে গভীরভাবে নাড়া দেয়। এরই ধারাবাহিকাতায় 1846-47 সালে জার্মানিতে ক্রেডিট ইউনিয়নের যাত্রা শুরু হয়।

পড়ে দেখুন