সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর উদ্যোগে প্রধান কার্যালয়ের ৭ম তলায় ড. আখতার হামিদ খান মিলনায়তনে ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. এম এম আকাশ । আরও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের সাবেক নিবন্ধক ও মহাপরিচালক মোঃ হুমায়ুন খালিদ। সভায় সভাপতিত্ব করেন আবুল আহাদ মোঃ ফয়েজ হোসেন মন্ট‍ু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্প্রীতির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এমদাদ হোসেন মালেক।